দুই পরাজয়ের পরও সুপার সিক্সে উঠেছে উইন্ডিজ। তবে তাদের জন্য ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট ভীষণ কঠিন হয়ে গেছে। খালি হাতে যাওয়া উইন্ডিজের কেবল সুপার সিক্সের তিনটি ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও।
নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপের পথটা নিজেরাই প্রায় অসম্ভবের পর্যায়ে নিয়ে গেছেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সুপার সিক্সে পৌঁছালেও সেখানে কোনো পয়েন্ট নিয়ে যেতে পারেনি উইন্ডিজ। কারণ ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়া দু’দল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরেছে তারা। তারা জয় পেয়েছে ছিটকে যাওয়া দু’দল নেপাল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এ পয়েন্ট সুপার সিক্সে কোনো কাজে আসবে না।জিম্বাবুয়ে ৪ পয়েন্ট ও ডাচরা ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করবে। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ৪ ও স্কটল্যান্ড ২ পয়েন্ট নিয়ে গেছে। সুপার সিক্সে উইন্ডিজ শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে খেলবে। তিন ম্যাচ জিতলে উইন্ডিজের পয়েন্ট হবে ৬।আর ৪ পয়েন্ট নিয়ে যাওয়া জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা যদি দুটি ম্যাচ হারে, তাদের পয়েন্টও ৬ হবে। আর ২ পয়েন্ট করে নিয়ে যাওয়া ডাচ ও স্কটিশরা একটি ম্যাচ হারলে পয়েন্ট হবে ৬। তখন নেট রানরেট দেখা হবে। তাই উইন্ডিজের কেবল সুপার সিক্সের তিন ম্যাচ জিতেলই হবে না, ব্যবধানেও বড় রাখতে হবে।