শিরোনাম:
চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান রাখার প্রজ্ঞাপন খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ময়মনসিংহে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত পুলিশের কল্যাণের জন্য প্রধান উপদেষ্টা পাঁচ নির্দেশনা দিয়েছে রোহিঙ্গাদের ডাটাবেজ নির্বাচন কমিশনকে দেবে ইউএনএইচসিআর সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার রংপুরে এক ধর্ষণকারী বোরখা পড়ে পালানোর সময় পুলিশের হাতে আটক খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্যের মৃত্যু কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ময়মনসিংহে গ্রেফতার আরসা সদস্যের বিরুদ্ধে র‍্যাবের২ মামলা
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন

অমিত শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগ

প্রতিনিধির / ৯১ বার
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে কানাডা সরকার। দেশটি বলছে, ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ এই মিত্র তাদের দেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলার পরিকল্পনার পেছনে রয়েছেন।

তবে এ বিষয়ে কানাডার পূর্ববর্তী অভিযোগগুলো ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে ভারত সরকার। এ ধরনের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেই দাবি নয়াদিল্লির।

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলা ও ভীতি প্রদর্শনের পেছনে অমিত শাহ রয়েছেন, এমন খবর প্রথমে সামনে আনে ওয়াশিংটন পোস্ট। সংবাদপত্রটি জানায়, কানাডার কর্মকর্তারা অভিযোগ করেছেন যে তিনি এসব ঘটনের পেছেনে রয়েছেন।

কানাডার উপ-পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডেভিড মরিসন মঙ্গলবার একটি সংসদীয় কমিটিকে জানান, তিনি মার্কিন এই সংবাদপত্রটিকে জানিয়েছেন অমিত শাহ এসব পরিকল্পনার পেছনে রয়েছেন।

ডেভিড মরিসন বলেন, ‘ওই সাংবাদিক আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন যে উনিই (অমিত শাহ) সেই ব্যক্তি কিনা। আমি তাকে নিশ্চিত করেছি যে তিনিই সেই ব্যক্তি।’ তবে এর বেশি তিনি আর কিছু জানাননি।

এ বিষয়ে অটোয়ায় ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।ভারত ও কানাডার মধ্যে দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক বিবাদ চলতি মাসের শুরুর দিকে আবারও মাথাচারা দিয়ে উঠে। সম্প্রতি কানাডা সরকার অভিযোগ করেছে, সে দেশে অবস্থানরত ভারতীয় প্রতিনিধিরা এমন সব কর্মকাণ্ডে জড়িত রয়েছেন; যা কানাডার নাগরিকদের নিরাপত্তা হুমকিতে ফেলছে। অভিযোগের জের ধরে দুই দেশই একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে।

অবশ্য শিখ নেতা হরদীপ সিং নিজ্জর নিহত হওয়ার পর ২০২৩ সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের সংসদে ওই হত্যার সঙ্গে ভারত জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। এ নিয়ে তখন থেকেই দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়। এমনকি ভারত থেকে কানাডার কয়েক ডজন কূটনৈতিককে প্রত্যাহার করতে চাপ দেয় নয়াদিল্লি। এ ছাড়া কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করে দেয় ভারত সরকার।

২০২৩ সালে কানাডায় হত্যাকাণ্ডের শিকার হন খালিস্তানপন্থী নেতা নিজ্জর। তিনি ভারতের পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের জন্য ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন। নিজ্জর হত্যাকাণ্ডের পর থেকেই এর সঙ্গে ভারতের জড়িত থাকার অভিযোগ তুলে আসছিলেন ট্রুডো। তবে সে অভিযোগ বরাবরই অস্বীকার করেছে ভারত সরকার।

শুধু কানাডার ঘটনাই নয়, বিদেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ভারতের দিকে অভিযোগ উঠার একাধিক উদাহরণ রয়েছে। যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনের হত্যাচেষ্টার জন্য সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। ২০২৩ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত করবে বলে ঘোষণা করার পর থেকে ভারত জনসমক্ষে এ নিয়ে খুব কমই কথা বলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ