শিরোনাম:
পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠনের নেতা আটক গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই এর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মার্চের প্রথম ১৫ দিনে দেশের ৭টি ব্যাংকে কোন রেমিটেন্স আসেনি কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ বলিউডের তারকাদের হোলি উদযাপন যারাই ক্ষমতায় আসুক গুম খুনের বিচার অবশ্যই করতে হবে সিনেমায় কাজের বিনিময়ে যারা আপত্তিকর প্রস্তাব দেয় সেইসব লোকেরা কি ধর্ষকের ক্যাটাগরিতে পড়ে না এমনই এক কথা বলেছেন অভিনেত্রী স্বাগতা খুলনায় একাধিক মামলার আসামি শাহীন দূর্বৃত্তের গুলিতে নিহত প্রশান্ত মহাসাগরে ৯৫ দিন ধরে ভেসে থাকা এক জেলেকে উদ্ধার করেছে নর্থ মেসিডোনিয়ায় একটি নৈশ্যক্লাবে ভয়াবহ আগুনে ৫৯ জন মারা গেছে
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার নতুন ৫ ডলারের নোটে থাকবে না রাজা চার্লসের ছবি

প্রতিনিধির / ২৩২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
অস্ট্রেলিয়ার নতুন ৫ ডলারের নোটে থাকবে না রাজা চার্লসের ছবি
অস্ট্রেলিয়ার নতুন ৫ ডলারের নোটে থাকবে না রাজা চার্লসের ছবি

অস্ট্রেলিয়ার নতুন পাঁচ ডলারের নোটে থাকবে না রাজা তৃতীয় চার্লসের ছবি। নতুন নকশায় ‘আদিবাসী অস্ট্রেলীয়দের ইতিহাস ও সংস্কৃতির’ প্রতি শ্রদ্ধা জানানো হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া (আরবিএ) বলেছে, পাঁচ ডলারের নোটে নতুন নকশাটি ছাপা হবে তাতে দেশটির আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে। তবে নতুন ৫ ডলারের নকশা কবে নাগাদ উন্মুক্ত হবে, তাও ঠিক করেনি তারা।

আরবিএ-এর পক্ষ থেকে বিবিসি কে বলা হয়, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে তাদের সমর্থনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ ডলারের অপর প্রান্তে থাকা অস্ট্রেলিয়ার সংসদের ছবিটিই থাকবে।ব্যাংকটির এক মুখপাত্র জানায়, ৫ ডলারের নোট নিয়ে আদিবাসী অস্ট্রেলিয়ানদের সঙ্গে আলোচনা করবে। নতুন এ নোটের নকশা এবং ছেপে বের হতে কয়েক বছর লেগে যাবে। এই সময়ে চলমান নোটটিই ছাপানো হবে এবং নতুন নোট বাজারে আনার পরও বর্তমান নোটটি চালু থাকবে।

এদিকে গত বছর মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রানি হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে এখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি। তবে রানি মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানির ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও ১২টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেন ব্রিটিশ রাজা বা রানি। তবে এ পদটি শুধুমাত্রই ‘আনুষ্ঠানিক।’রানির মৃত্যুর পর পরই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় ৫ ডলারের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি যুক্ত করা হবে না। এর বদলে সেখানে অস্ট্রেলিয়ার কোনো বিশেষ ব্যক্তির ছবি দেওয়া হবে।অস্ট্রেলিয়ার বেশিরভাগ মুদ্রাতেই এখন আদিবাসীদের প্রতিকৃতি বা সংশ্লিষ্ট শিল্পকর্ম আছে। ১৯৯৯ সালে হওয়া এক গণভোটে অস্ট্রেলিয়ার ভোটাররা তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটিশ রাজা/রানিকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ২০২১ সালে দেশটি আদিবাসীদের দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরতে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ