মাত্র ৩ দশমিক ৫ ওভারেই ৫০ পূরণ করে উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারে দলীয় ৫৬ রানে অ্যালেন-ঝড় থামান জশ হ্যাজেলউড। মাত্র ১৬ বলে ৪২ রান করেন অ্যালেন। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার।
এরপর দ্বিতীয় উইকেটে ৬৯ রান যোগ করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও কনওয়ে।২৩ বলে ২৩ রান করে আউট হন কিউই দলপতি। সুবিধা করতে পারেননি চারে নামা গ্লেন ফিলিপস (১২)। তবে অটল থাকেন কনওয়ে। ৫৮ বলে ২টি ছক্কা ও ৭টি চারে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে কিউইদের বড় সংগ্রহ এনে দেন। শেষ দিকে ২ ছক্কায় ১৩ বলে ২৬ রান করেন জিমি নিশাম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ বোলার জশ হ্যাজেলউড দুটি উইকেট পেয়েছেন। অ্যাডাম জাম্পার শিকার এক উইকেট।
আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব বা সুপার টুয়েলভের খেলা। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মূল পর্বের প্রথম ম্যাচে স্বাগতিকদের ২০১ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করেছে কেন উইলিয়ামসনের দল।ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে নিউজিল্যান্ডকে এনে দেন ঝোড়ো সূচনা।