বুধবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি টনের দর স্থির হয়েছে ২ হাজার ২০৮ ডলার ৫০ সেন্টে। ২০২১ সালের মার্চের পর যা সর্বনিম্ন। সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত অ্যালুমিনিয়ামের দাম কমেছে ২১ শতাংশ।
বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের ব্যাপক দরপতন ঘটেছে। গত ১৮ মাসের মধ্যে যা সর্বনিম্ন।আরেকবার সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে স্পষ্ট বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হবে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। ফিন্যান্সিয়াল পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ফেড সুদ হার বাড়ানোয় প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দাম বেড়ে গেছে। গত ২০ বছরের মধ্যে যা সর্বোচ্চ। সাধারণত, যেকোনো ধাতুর মূল্য ডলারে পরিশোধ করতে হয়। ব্যতিক্রম নয় অ্যালুমিনিয়ামও। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে নিত্যব্যবহার্য পণ্য তৈরির উপকরণটি কেনা ব্যয়বহুল হয়ে গেছে।আইএনজি বিশেষজ্ঞ ওয়ারেন প্যাটারসন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধাতুর চাহিদা কমছে। অধিকন্তু সরবরাহ তুলনামূলক কম রয়েছে।