সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

প্রতিনিধির / ১৯৯ বার
আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলার রসুলপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. সাজ্জাত হোসেন (২৫) ও নিহত তরুণীর (২২) পরিচয় পাওয়া যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত তরুণ-তরুণী রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন। রাতে নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে বসা ছিলেন। সাড়ে ১২ টার দিকে তিতাস কমিউটার সাল্টিং করার সময় জংশন এলাকার আখাউড়া-সিলেট রেলপথের পূর্ব কলোনি এলাকায় ট্রেনে কাটাপড়ে ওই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. মাসুদ বলেন, নিহত যুবক সাজ্জাতের ভাই ও খালা শনিবার সকালে থানায় এসে তার পরিচয় শনাক্ত করেছে। লাশগুলো ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ