রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

আগামী ডিসেম্বর থেকে লোড শেডিং থাকবে না:চেয়ারম্যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

প্রতিনিধির / ১৮৮ বার
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
আগামী ডিসেম্বর থেকে লোড শেডিং থাকবে না:চেয়ারম্যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
আগামী ডিসেম্বর থেকে লোড শেডিং থাকবে না:চেয়ারম্যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে আইইবি’র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দপ্তরে পঞ্চম বার্ষিকী পেপার উপস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান এ কথা বলেন পিডিবি চেয়ারম্যান।পিডিবি চেয়ারম্যান বলেন, শীত এলে বিদ্যুতের চাহিদা কমে আসবে। এ ছাড়া কয়লা বিদ্যুৎকেন্দ্রও চালু হবে। তাই ডিসেম্বরে লোড শেডিং থাকবে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে লোড শেডিং থাকবে না।তিনি বলেন, বিদ্যুতের বর্তমান পরিস্থিতি সাময়িক। আগামী ডিসেম্বর থেকে এমন পরিস্থিতি থাকবে না।

জ্বালানি খাতে লোকসান কমাতে জুলাই মাসে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এর পর সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া রাজধানী ঢাকাসহ শহর এলাকাগুলোতে এলাকাভিত্তিক লোড শেডিং শুরু হয়।উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নভেম্বরে উন্নতি হতে পারে এবং লোড শেডিং কমতে পারে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ