দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করে আসছে বিএনপি। তারই ধারাবাহিকতায় সংলাপের দ্বিতীয় পর্যায়ে বুধবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয় দল ও বাংলাদেশ ইসলামিক পার্টির নেতাদের সঙ্গে বসবে বিএনপি নেতারা।
বুধবার (১৯ অক্টোবর) সকালে বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির এই তথ্য জানান। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলেও জানান শায়রুল।তিনি জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে যথারীতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের সংলাপে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সঙ্গে সংলাপ করেছে বিএনপি। এর আগে গত ২ অক্টোবর বাংলাদেশ কল্যাণ পার্টি এবং ৬ অক্টোবর বাংলাদেশ লেবার পার্টির সঙ্গেও সংলাপে বসেছে বিএনপি।