দেশের নারীরা এখন শুধু পোশাক তৈরি কিংবা কুটির শিল্পের কাজে সীমাবদ্ধ নন, তারা বড় শিল্প-কারখানায়ও নেতৃত্ব দিচ্ছেন। যুক্ত হচ্ছেন নতুন নতুন ব্যবসায়। দেশের গণ্ডি পেরিয়ে তাঁরা যেন বিশ্ববাজারেও নিজেদের উৎপাদিত পণ্য পৌঁছে দিতে পারেন, সে লক্ষ্যে আগামী ২৩ ও ২৪ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি)। ঢাকার হোটেল র্যাডিসন ব্লুতে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করবে বিডা ও বিআইবিসি।
বিআইবিসির সভাপতি মানতাশা আহমেদ বলেন, সম্মেলনে ৫০টি দেশের উদ্যোক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য
শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করাসহ বিশ্ববাজারের সঙ্গে সংযোগ স্থাপন এবং বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, দেশের নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ করে দেওয়ার এখনই সময়। বিডা নারী উদ্যোক্তাদের পাশে থাকবে।