টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে আফিফ হাসান ধ্রুব ও অধিনায়ক নুরুল হাসান সোহান ৮১ রানের জুটিতে বাংলাদেশকে ১৫৮ রানের পুঁজি এনে দিয়েছিলেন। ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি সংযুক্ত আরব আমিরাতের টপ অর্ডার।
তবে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে তারা খানিকটা ব্যাকফুটে চলে যায় দলটি। তবে লোয়ার অর্ডারের ছোট ছোট ক্যামিওতে জয়ের খুব কাছেই চলে গিয়েছিল মরুর দেশটি। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
খেলার শেষ ওভারে দরকার ছিল ১১ রান, দ্বিতীয় বলে সহজ ক্যাচ ফেলে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরের বলে আয়ান খান ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলে ফেরেন। তার পরের বলে জুনাইদ সিদ্দিকও সাজঘেরে। ১৫৮ রানের টার্গেটে ২ বল বাকি থাকতেই ১৫১ রানে থামে আমিরাত।
বাংলাদেশের হয়ে ব্যাটে আফিফ করেছেন সর্বোচ্চ ৭৭ (৫৫) রান আর মিরাজ বল হাতে ৩ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বোলদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন সাইফউদ্দিন, চার ওভারে ৪০ রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি।