ইসরায়েল বাহিনী উত্তর জাবালিয়াতে হামলা চালিয়েছে। ৩২ জন মারা গেছে। ১ বছর ধরে চালানো গাজায় ইসরায়েলি হামলাতে ৪৪ হাজার মানুষ মারা গেছে।আহত ১লক্ষ ৩ হাজারের বেশি মানুষ।গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলে ইতিহাসের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১১৩৯ জনকে হত্য এবং ২০০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।
এদিকে সাধারণ মানুষের পাশাপাশি গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে হত্যাকাণ্ডর শিকার হয়েছেন সাংবাদিকও। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল বাহিনীর হামলায় ১৮৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।