শিরোনাম:
বাগেরহাটে বিএনপি’র ১৮ নেতাকর্মীকে হাতেনাতে হাত বোমাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে কক্সবাজারে নিখোঁজ হওয়া সিলেটের ছয় এর শ্রমিক টেকনাফে উদ্ধার নিজের ভাই বোনকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড ভারতের কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত এলএনজি সরবরাহে চুক্তি নবায়ন করবে কাতার নেত্রকোনায় সাব স্টেশনে আগুন লাগার ঘটনায় সাত ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জেলা কারাগার ভারতের সাবেক রাজ্য পুলিশ প্রধানের মরদেহ তার নিজ বাসভবন থেকে উদ্ধার গাজায় যুদ্ধ বিরতির নতুন প্রস্তাব দিয়েছে কাতার ও মিশর ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সামিট কমিউনিকেশন রাজনীতিতে ধীরে ধীরে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

আমিরাতকে ছোট করে দেখার কিছু নেই :সোহান

প্রতিনিধির / ৩০৫ বার
আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
আমিরাতকে ছোট করে দেখছেন না সোহান
আমিরাতকে ছোট করে দেখছেন না সোহান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজেদের আরোও প্রস্তুত করতে বাংলাদেশ দল এখন রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। আজ রোববার প্রথম ম্যাচে মাঠে নামার আগে সোহান জানালেন, সংযুক্ত আরব আমিরাতকে ছোট করে দেখছেন না, যেহেতু তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে, তাই তারা অবশ্যই ক্যাপাবল।

বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় দেখা যায় ম্যাচের আগের দিন কথা বলেছেন সোহান। সেখানে জানান, প্রতিপক্ষকে মোটেও দুর্বল মানছেন না এই অধিনায়ক। একই সঙ্গে জানালেন টি-টোয়েন্টিতে যারা ভালো খেলবে রেজাল্ট তাদের পক্ষেই যাবে।

সোহান বলেন, ‘প্রথমেই আমি এ শব্দটা কোনভাবেই ব্যবহার করতে চাই না কোন টিম দুর্বল বা ছোট করা। তারা যেহেতু আন্তর্জাতিক খেলতেছে অবশ্যই তারা ক্যাপাবল। স্পেশালি টি-টোয়েন্টিতে দেখবেন যারা যেদিন ভালো খেলছে, ভালো রেজাল্ট আসে তাদের পক্ষেই। আমাদেন অন্য কোন পথ নেই ভালো খেলা ছাড়া। আমরা আমাদের প্রসেসটা ঠিক রেখে ভালো খেলার চেষ্টা করবো।’

প্রথম ম্যাচে একাদশ হবে, ওপেনিং কিংবা অন্যান্য পজিশনে কে খেলবেন এসব নিয়ে নিদিষ্ট করে কিছু জানান নি সোহান। শুধু এটুকু বললেন বেস্ট সাইড নিয়েই খেলার চেষ্টা থাকবে তার

এ নিয়ে সোহান বলেন, ‘নিদিষ্টকরে কারো নাম এখনই মেনশন করতে চাচ্ছি না, যেহেতু কালকে টুর্নামেন্ট হবে। আমার কাছে মনে হয় বেস্ট ব্যালেন্স সাইড যেটা সেটা নিয়েই খেলার চেষ্টা করবো। সামনে আমাদের নিউজিল্যান্ডে সিরিজ আছে পরবর্তীতে বিশ্বকাপ আছে। আমরা একটি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমরা ওটাই ফলো করার চেষ্টা করবো।’

সোহান আরোও যোগ করেন, ‘এটা যদি বলি অবশ্যই জেতা, আন্তর্জাতিক প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হয়ে প্রতিটা ম্যাচ খেলাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ সেহেতু আমরা আমাদের হ্যান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স যে টিমটা সেটা এবং সবচেয়ে বেশি ফোকাস যেটা ম্যাচটা জেতা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ