ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমেই এই খ্যাতি লাভ করেছেন। তবে তারকা খ্যাতি পেলেও নিজেকে কখনো তারকা কিংবা সেলিব্রেটি মনে করেন না বলে জানালেন জয়া আহসান।
শুরুতেই জয়া আহসান বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেন। জানান, মুক্তি পেতে যাওয়া ‘বিউটি সার্কাস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বলেন, “শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিউটি সার্কাস মুক্তি পাচ্ছে। এ কারণে এখন এই সিনেমা ঘিরেই উত্তেজনা করছে আমাদের। দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। দর্শকদের বলব তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন।”