বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

আমেরিকান হাইওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০জনের মৃত্যু

প্রতিনিধির / ১৭৭ বার
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
আমেরিকান হাইওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০জনের মৃত্যু
আমেরিকান হাইওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০জনের মৃত্যু

কলোম্বিয়ার দক্ষিণপশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে।তদন্তকারীরা ধারণা করছেন- চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছে- অতিরিক্ত গণ কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ