বান্দরবানের আলীকদম উপজেলায় খুইল্ল্যামিয়া পাড়ার মুন্সির কলোনি এলাকায় অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে এ অগ্নিকোণদের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে পুড়ে ৭টি দোকান ও ৫টি বসতঘর ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয় ব্যবসায়ীরা।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।