ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনের ‘পাওয়ার গ্রিডকে’ লক্ষ্য করে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে।ইউক্রেনকে অন্ধকারে ডুবিয়ে দিতেই দেশটির আরো কয়েকটি ‘পাওয়ার গ্রিডে’ বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
জেলেনস্কি জানান, নতুন আক্রমণগুলো ‘খুব বিস্তৃত’ পরিসরে ছিল। এগুলো ইউক্রেনের পশ্চিম, কেন্দ্র, দক্ষিণ এবং পূর্বাঞ্চলে করা হয়েছে। এসব হামলার ফলে প্রায় ১৫ লাখ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
গত সপ্তাহের সোমবার থেকে ইউক্রেনের পাওয়ার স্টেশনগুলোতে বিমান হামলা শুরু করে রাশিয়া। এরই মধ্যে দেশটির প্রায় একতৃতীয়াংশ পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে বলে জানায় বিবিসি।শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ বাহিনী রাজধানী কিয়েভের দক্ষিণ-পূর্বে চেরক্সি অঞ্চলের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে’ হামলা করেছে। স্মিলা শহরের কাছে বড় ধরণের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে।
দেশটির একেবারে পশ্চিমের খমেলনিৎস্কি নগরী পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওদেসা থেকেও বিমান হামলা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর এসেছে।