ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের ক্রম অবনতি হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইউক্রেনে পারমাণবিক হামলার হুমকি দেওয়ার পর এলো এই ফোনালাপ।সামনের মাসে ইন্দোনেশিয়ায় জি-টুয়েন্টি সম্মেলনে যোগ দেবেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট। তবে দুই নেতার মধ্যে কোনো বৈঠক হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে দুই পক্ষ।
মার্কিন ও রুশ প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ইউক্রেন ইস্যুতে ফোনালাপ হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু’র মধ্যে মাত্র দ্বিতীয় কথোপকথন।