অস্ত্র সরবরাহ নিয়ে রাশিয়ার হুমকি উপেক্ষা করেই ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে ন্যাটো। ইউক্রেনে চলমান ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়াঁ।তবে কাজাখস্তানের ওই সাইডলাইন বৈঠকে ইউক্রেন ইস্যুতে কোনো আলাপ হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। বৈঠকে তুরস্ককে গ্যাস সরবরাহের সবচেয়ে নির্ভরযোগ্য রুট বলে মন্তব্য করেন পুতিন।
ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ।ভেনেডিক্টভকে উদ্ধৃত করে তাস জানায়, ভুল তথ্য উপস্থাপন করে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে ইউক্রেন। তারা এখন ন্যাটোয় যোগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়েভ ভালোই জানে, এ ধরনের পদক্ষেপের অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তুরস্কের সঙ্গে যৌথ গ্যাস হাব তৈরিতে কাজ করতে আগ্রহী রাশিয়া। এটা শুধু গ্যাস সরবরাহেই কাজে আসবে না, একইসাথে গ্যাসের দাম নির্ধারণেও মূল প্ল্যাটফর্ম হবে। সাম্প্রতিক সময়ে গ্যাসের দাম আকাশছোঁয়া। আমরা যেকোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই এটি নিয়ন্ত্রণ করতে পারব।