এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিমার পক্ষে চুক্তিতে সই করেন সংগঠনের সভাপতি মো. আফতাব জাবেদ এবং ওয়েম বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ আরিফ।
অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক এ মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও সাতটি দেশ তাদের উৎপাদিত ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করবে। ২০২৩ সালের ৯ মার্চ মেলাটি শুরু হয়ে শেষ হবে ১১ মার্চ। মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিটুবি ও বিটুসি সভার সুযোগ।