মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো ২০২৩,অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে

প্রতিনিধির / ১৭৭ বার
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো ২০২৩,অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে
ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো ২০২৩,অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে

  • আগামী বছরের ৯ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ৩ দিনব্যাপী এ মেলার যৌথ আয়োজনে রয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেণ্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন-বিমা ও ওয়েম বাংলাদেশ লিমিটেড।দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের ইলেকট্রিক পণ্য সামগ্রীর রপ্তানি বৃদ্ধির লক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইলেক্ট্রিক এক্সপো ২০২৩।

    এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বিমার পক্ষে চুক্তিতে সই করেন সংগঠনের সভাপতি মো. আফতাব জাবেদ এবং ওয়েম বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ আরিফ।

  • এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেণ্ডাইস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সিনিয়র সহ -সভাপতি আবুল কালাম আজাদ, সহ -সভাপতি মমিনুর রহমান মিঠু, পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান আজিবর রহমান, এফবিসিসিআই’র পরিচালক মীর নিজাম উদ্দিন আহমেদ, ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাছিমুর রহমান, পরিচালক অপারেশন মুহাম্মাদ রাজীব পাটোয়ারিসহ বিমার সাবেক সভাপতি ও পরিচালকরা।

    অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক এ মেলায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও সাতটি দেশ তাদের উৎপাদিত ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করবে। ২০২৩ সালের ৯ মার্চ মেলাটি শুরু হয়ে শেষ হবে ১১ মার্চ। মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিটুবি ও বিটুসি সভার সুযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ