বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২২অনুষ্ঠিত হবে ঢাকায়

প্রতিনিধির / ১৭৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২২অনুষ্ঠিত হবে ঢাকায়
ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২২অনুষ্ঠিত হবে ঢাকায়

বিশ্বের জাহাজ নির্মাণকারী দেশগুলোর মধ্যে বর্তমানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দেশের এই সম্ভাবনাকে তুলে ধরতে চতুর্থ বারের মাতো সামুদ্রিক সরঞ্জাম এবং প্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী হচ্ছে ঢাকায়।

এতে একত্রিত হবে বিশ্বের শীর্ষ সমুদ্রকেন্দ্রীক ব্যবসায়ী কোম্পানীগুলো।ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২২ (BIMOX) নামের এই পদর্শনী বৃহস্পতিবার (২০ অক্টোবর) শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। আজ বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

আয়োজকরা বলছেন, এই এক্সপো জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত, শিপিং, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, জাহাজ ভাঙার সরঞ্জাম, ড্রেজিং সরঞ্জাম এবং বন্দর ও লজিস্টিকসের সঙ্গে পরিচিত করতে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম।ইভেন্টটি বাংলাদেশে বৈশ্বিক সামুদ্রিক সম্প্রদায়ের জন্য একটি ব্যতিক্রমী সংযোগস্থল, যা শিল্পটিকে উজ্জীবিত এবং শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে বলেও দাবি আয়োজকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ