ইরানের তৈরি কামিকাজে ড্রোনের মুহুর্মুহু আক্রমণে নাস্তানাবুদ হয়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোর থেকে কিয়েভের বিভিন্ন অঞ্চলে বিশেষ এই ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গেল সোমবার থেকে ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও বিমান হামলার সাইরেনের শব্দ শুনে ঘুম ভাঙে কিয়েভের বাসিন্দাদের। সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।
কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে গেল রাতে গোলাগুলিতে একটি পাঁচতলা ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে।
মাইকোলাইভের মেয়র অলেক্সান্ডার সিয়েনকোভিচ বলেছেন, বিল্ডিংয়ের উপরের দুই তলা এক হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি ভবন ধ্বংসস্তূপে পড়ে আছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।