ফাতাহর মুখপাত্র বলেছেন, আজ মঙ্গলবার ভোরে বহু সংখ্যক ইসরাইলী বাহিনী নাবালুস শহরে তাণ্ডব চালায়। তাদের ফিলিস্তিনি বাহিনী এবং যোদ্ধারা দেখতে পায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলী বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের একজন নিরস্ত্র ছিলেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন।
গুলিতে নিহতরা হলেন, হামদি সোবেই রামজি (৩০), আলি খালেদ অন্তর (২৬), হামদি মোহামেদ শরাফ (৩৫), ওয়াদিহ হৌ (৩১) এবং মিশাল বাগদাদি (২৭)।
অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছে ইসরাইলী বাহিনী। দেশটিতে ইসরাইলী বাহিনীর অভিযানে অন্তত ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২১ জন। ফিলিস্তিনির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তীতে আরেক ফিলিস্তিনি যুবকের নিহতের খবর জানানো হয়। আল তামিমি নামের ওই যুবককেও ইসরাইলী বাহিনী হত্যা করেছে বলে দাবি করা হয়েছে।