ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সম্মেলনকে ঘিরে ইউনিয়ন নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে দলীয় কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আগামী ৮ অক্টোবর শনিবার উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনকে সফল করতে ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ময়মননিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল বিএনপির সহ সভাপতি এড. কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, শেফালী হামিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য এ,কে,এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সস্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সভাপতি ফিরোজ আহাম্মেদ ভুলু, সহ সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নয়ন, পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, যুবদল নেতা এড. সারোয়ার জাহান, আজিজুল হাই সোহাগ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পদাক ওসমান গণি বকুল, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ বিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন সহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।