মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন সোহেল রানা

প্রতিনিধির / ১৬১ বার
আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন সোহেল রানা
উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন সোহেল রানা

দীর্ঘ দিন ধরে সোহেল রানা চোখের সমস্যায় ভুগছেন। এর আগে রাজধানীর একটি হাসপাতালে বাম চোখে ছানির অস্ত্রোপচার হয়েছে। তবে অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেয়। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চোখের উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সোহেল রানা।আজ (১১ নভেম্বর) সকালে সোহেল রানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লা। বিদেশের জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে আসা।’ সোহেল রানার দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ।

তিনি বলেন, দুই দিন হলো আমরা দেশে ফিরেছি। এখন বাবা এখন সম্পূর্ণ ভালো আছেন। আবারও চিকিৎসা ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ