শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

এমবাপ্পের ভবিষ্যত নির্ধারণ কবে?

প্রতিনিধির / ২৪২ বার
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
এমবাপ্পের ভবিষ্যত নির্ধারণ কবে?
এমবাপ্পের ভবিষ্যত নির্ধারণ কবে?

পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। ২০২৫ সালের ঐচ্ছিক চুক্তির শর্তে সই করতে রাজি নন তিনি। তাকে তাই পিএসজি কড়া বার্তা দিয়েছে, ‘হয় চুক্তি নবায়ন করো নয়তো ক্লাব ছাড়ো।’

ঘটনার সূত্রপাত: ঐচ্ছিক চুক্তিতে সই করবেন না বলে পিএসজিকে চিঠি দেন এমবাপ্পে। এরপর তার ক্লাব ছাড়ার বিষয়টি সামনে আসে।

এমবাপ্পেকে ভাববার সময় দিয়েছে পিএসজি: পিএসজিতে থাকবেন নাকি ক্লাব ছাড়বেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এমবাপ্পেকে সময় দিয়েছে পিএসজি। তাকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছে কাতারের অর্থে চলা প্যারিসের ক্লাবটি।পিএসজির প্রাক মৌসুম: ক্যামেরুন গেছেন কিলিয়ান এমবাপ্পে। সেখান থেকে আলজেরিয়া যাবেন তিনি। ওই ছুটি শেষ করে যোগ দেবেন পিএসজির ক্যাম্পে। যদি তার দলবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হয় ১৭ জুলাই লুইস এনরিকের অধীনে অনুশীলন করবেন। ২২ জুলাই প্রাক মৌসুমের জাপান সফরে যাবেন। ২৫ জুলাই খেলবেন ম্যাচ।

৩১ জুলাইয়ের পর এমবাপ্পের ভবিষ্যত নির্ধারণ: এমবাপ্পে তাকে দেওয়া সময়ের (৩১ জুলাই) মধ্যে চুক্তি করবেন কিনা সিদ্ধান্ত না নেন তবে তাকে বিক্রি করে দেবে পিএসজি। ১ আগস্ট থেকে তার বিষয়ে পাওয়া প্রস্তাব বিবেচনা করে দেখবে প্যারিসের ক্লাবটি। পিএসজি ১৩ আগস্ট মৌসুমের প্রথম ম্যাচ খেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ