ওমর সানী অভিনীত সিনেমা ‘বসন্ত বিকেল’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। আর সিনেমাটি দেখার জন্য এক ভিডিওবার্তা দিয়েছেন তারই স্ত্রীর জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বর্তমানে এই তারকা দম্পতি দুবাই ভ্রমণে আছেন।
ওই বার্তায় মৌসুমী বলেন, ‘মুক্তি পেয়েছে ওমর সানী অভিনীত সিনেমা “বসন্ত বিকেল”। সিনেমাটির অন্যতম অভিনেতা আমাদের সবার প্রিয় ওমর সানী। অনেকদিন পর তার সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির কথা অনেক শুনেছি। আরও অনেকেই এই সিনেমায় অভিনয় করেছে। সবার জন্য শুভেচ্ছা। সিনেমার গল্পটি অনেক সুন্দর। আমাকে সানী এই সিনেমার গল্পের কথা মাঝেমাঝেই বলতো। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। আমিও সিনেমাটি হলে গিয়ে দেখব আশা করছি।’
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি নির্মাণ করেছেন রফিক সিকদার। দেশের দেশের ১৯টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। সিনেমায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ। আরও আছেন চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা শাহনূর, সূচরিতা, শিবা সানু প্রমুখ।