ওয়েস্ট ইন্ডিজকে ২৩৮ রানের বড় পরাজয় উপহার দিয়ছে ইংল্যান্ড। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সাদা বলের নতুন কাপ্তান হ্যারি ব্রুকের দল। বার্মিংহামের এজবাস্টনে আগে ব্যাট করে ৮ উইকেটে ৪০০ রান করে স্বাগতিকরা, জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৬২ রানে।
ইংল্যান্ডের এই চারশ ওয়ানডে ইতিহাসে ২৮তম দলীয় ৪০০ রানের ঘটনা; ইংল্যান্ডই এই কীর্তি গড়লো ৬ বার, সবচেয়ে ৮বার এই কীর্তি গড়েছে সাউথ আফ্রিকা, ভারত সাতবার। তবে দুইটি জায়গায় তারা অনন্য। তারাই প্রথম দল, যারা সেঞ্চুরি ছাড়াই ওয়ানডেতে প্রথম ৪০০ রান করলো। ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানের প্রত্যেকে কমপক্ষে ৩০ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছর ও ৪৮৮০ ম্যাচের ইতিহাসে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।