ওয়েস্ট ইন্ডিজের মত অন্য কোন দলের দু’বার শিরোপা জয়ের রেকর্ড নেই। অন্য দলগুলো একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজের সমান দু’বার শিরোপা জয়ের সুযোগ হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের।আগামীকাল মেলবোর্নে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড। এই ফাইনালের বিজয়ী দল বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপা জয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হবে। কারন পাকিস্তান ও ইংল্যান্ডের এর আগেই একবার করে শিরোপা জয়ের রেকর্ড রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দুইবার শিরোপা জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপের সাত আসরের মধ্যে ২০১২ ও ২০১৬ শিরোপা জয়ের নজির গড়েছে ক্যারিবীয়রা।
২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে শিরোপা জিতেছিলো পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপার স্বাদ পায় উপমহাদেশের দলটি।২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কিংস্টন ওভালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। ঐ আসরে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলে ইংলিশরা।