মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

ককটেল বিস্ফোরণে কিশোরের হাতের কব্জি বিচ্ছিন্ন

প্রতিনিধির / ৩৩ বার
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় ময়লা টোকাতে গিয়ে পড়ে থাকা ককটেল জাতীয় বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে সজিব (১১) নামের ছিন্নমূল এক কিশোরের দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা।

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে একটি পরিত্যক্ত ময়লার ভাগাড়ে আহত কিশোরের, বাবা রাজু শেখ তার সন্তান ও ভাইকে নিয়ে বোতল টোকাতে গেলে হঠাৎ বোমা সদৃশ ওই বস্তুর বিস্ফোরণ ঘটে।পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় আহত কিশোরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বিস্ফোরণে আহত কিশোরের তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হাওয়াই গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ