কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুষ্কৃতকারীদের গুলিতে মোহাম্মদ সালাম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভেতরে ছয় থেকে সাত জনের একদল দুষ্কৃতকারী তাকে গুলি করে।সালাম কুতুপালং ক্যাম্প-২ পূর্ব ডি-৬ ব্লকের আব্দুর রশিদের ছেলে এবং ওই ক্যাম্পের হেড মাঝি (প্রধান নেতা) বলে জানা গেছে।১৪ এপিবিএন সূত্রে জানা যায়, দুষ্কৃতকারীরা মোহাম্মদ সালাম কে গুলি করে পালিয়ে যায়।