কাতার বিশ্বকাপের শিরোপা জিতে অপূর্ণতার অবসান ঘটিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার পর মেসি জানিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে ২০২৬ বিশ্বকাপ না খেললেও ২০২৪ কোপা আমেরিকা খেলতে চান সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
কবে ফুটবল থেকে অবসর নেবেন তা নিয়ে কথা বলেছেন মেসি। আর্জেন্টিনার পাবলিকা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে অবসর ইস্যুতে মেসি বলেন, ‘আমি এখনও জানি না কবে (অবসর নিবো)। আমার মনে হয়, যখন সময় আসবে তখনই। সবকিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন।’কিছু দিন আগেই ৩৬ বছরে পা দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। আর তাই খুব যে দেরি নেই তা মাথায় রেখেছেন মেসি। তিনি আরও বলেন, ‘আমার বয়সের কারণে যৌক্তিকভাবেই এটা খুব বেশি দেরি নেই। কবে অবসর নেব সুনির্দিষ্ট করে জানি না। অবসরের পরে হয়তো আমার এই অর্জনের গুরুত্ব বেশি বুঝতে পারবো।’