কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে নাম পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা এলাকার সড়কে পাশ থেকে ওই অজ্ঞাত যুবকের মরদটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।