লক্ষ্মীপুর সদরে পুকুরে ডুবে নাফিজা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৬ নম্বরর ওয়ার্ডের শেখপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাফিজা আক্তার একই গ্রামের অটোরিকশা চালক ইসমাইল হোসেন লাদেনের মেয়ে।
ইসমাইল হোসেন লাদেন জানান, মেয়েকে ঘরে রেখে তার মা পাশের বাড়িতে কিস্তির টাকা জমা দিতে গিয়েছিলেন। তবে তার ফিরে আসতে বেশি সময় লাগেনি। এরই মধ্যে ঘর থেকে বের হয়ে শিশুটি পুকুরে ডুবে মারা যায়।
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালাউদ্দিন বলেন, ঘটনাটি মর্মান্তিক। মেয়ের শোকে ইসমাইল ও তার স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।