ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার বেসামরিক অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করার লক্ষ্যে ছিল ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর। এটি একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’।
রোববার (১০ অক্টোবর) রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ট্রিকিনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় আলেকজান্ডার বাস্ট্রিকিন বলেন, রাশিয়ার নাগরিক এবং কিছু বিদেশি রাষ্ট্র হামলার প্রস্তুতিতে সহায়তা করেছিল। যে ট্রাকটিতে বিস্ফোরণ হয়েছিল সেটি বুলগেরিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, উত্তর ওসেটিয়া এবং ক্রাসনোদার টেরিটরি দিয়ে ভ্রমণ করেছিল।
ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের এই সংযোগ সেতুটি কার্চ সেতু হিসেবেও পরিচিত। এটি দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহ রুট।