আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার’২৪’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ. মালিক-কে প্রধান উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপি নেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টুকে প্রধান সমন্বয়ক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সৌদি আরবে ৪ বছর কারাবন্দী নেতা আলহাজ্ব আবু সাঈদকে সভাপতি ও হেলাল উদ্দিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।
সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠক মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু। বিগত আওয়ামী দুঃশাসনের নির্যাতনে ১৭ বছর যে সকল প্রবাসীরা মিথ্যা মামলায় জেল জুলম ও ব্যবসায় বাণিজ্যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশে ফেরত আসে তাদের সমস্যা কাজ করবে এই সংগঠন।