খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকার একটি বাসা থেকে স্বপ্না খাতুন (২৭) নামে এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহিলার মাথা পলিথিন মোড়া আর দেহ বস্তায় ভরা অবস্থায় উদ্ধার হয়। ঘটনার পর থেকে তার স্বামী পরিচয় দেওয়া আবু বক্কার মোল্লা পলাতক রয়েছেন।সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. রাজু খা এর ভাড়াটিয়া আবু বক্করের ঘর থেকে দ্বিখণ্ডিত মাথা ও দেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, সকালে আবু বক্করের ঘর থেকে কেউ বের না হওয়ায় প্রতিবেশীরা জানালা দিয়ে দেখে খাটের উপর পলিথিনে মোড়া এক মহিলা রয়েছে। এটা দেখে তারা পুলিশে খবর দেয়। দরজা খুলে মহিলার মাথা ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।
আবু বক্কর নগরীর স্টেশন রোড এলাকার একটি ট্রান্সপোর্টের ম্যানেজার হিসেবে কাজ করছেন। সকাল থেকেই তিনি পলাতক রয়েছেন।