মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

খুলনার দিঘলিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

প্রতিনিধির / ১৭৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
খুলনার দিঘলিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪
খুলনার দিঘলিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪

নিহত যুবকের নাম আসাবুর শেখ (৪০)। নিহত আসাবুর শেখ হাজীগ্রামের ইখতিয়ার শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

খুলনার দিঘলিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাবুর শেখের সঙ্গে একই গ্রামের নূর ইসলাম শেখ এবং তাঁর তিন ছেলে টুটুল শেখ, কামাল শেখ ও শাহাজালাল শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল পৌনে আটটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আসাবুর গুরুতর আহত করেন। পরে আশপাশের লোকজন আসাবুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।সংঘর্ষের সময় শাহাজালাল শেখ (২৭) ও কালাম হোসেন (৩৫) আহত হয়েছেন। তাঁরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দিঘলিয়া থানার পরিদর্শক তদন্ত রিপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, জমিজমা নিয়ে পারিবারিক কলহের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাঁরা সবাই পরস্পরের আত্মীয়। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ