মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

খুলনায় রেলস্টেশন এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

প্রতিনিধির / ১৭১ বার
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
খুলনায় রেলস্টেশন এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ
খুলনায় রেলস্টেশন এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, ‘নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ান আগত ব্যক্তিরা। একপর্যায়ে তাঁরা স্টেশনের গ্লাস ভাঙচুর করেন। পুলিশকে খবর দিলে বিএনপির নেতা-কর্মীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে পরিস্থিতি শান্ত হয়।’

খুলনায় রেলস্টেশন এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় রেলস্টেশনে ভাঙচুর করা হয়েছে। বিএনপির গণসমাবেশে আগত ব্যক্তিদের বাধা দেওয়াকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন গণমাধ্যমকে বলেন, ‘সমাবেশে আসতে কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিভাগীয় গণসমাবেশ হচ্ছে নগরের সোনালী ব্যাংক চত্বরে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির নেতা-কর্মীদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ