প্রীতম ফুড প্রোডাক্টস দীর্ঘদিন ধরে গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা তেল বোতলজাত করে এমপি সরিষা নামে বিক্রি করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় গুণগতমান নিশ্চিত ছাড়াই খোলা সরিষার তেল বোতলজাত করতে দেখা গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিরাপদ খাদ্য আইনে প্রীতম ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজারের বড়লেখায় গুণগতমান নিশ্চিত ছাড়াই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা তেল বোতলজাত করে ‘এমপি সরিষা’ নামে বিক্রির অভিযোগে প্রীতম ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পৌরসভার বারইগ্রাম এলাকায় ওই প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনা এই অভিযান চালানো হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আফসার আলী, বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান প্রমুখ।