মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

গণতন্ত্রহীনতার শৃঙ্খলে আটকে গেছে দেশ: বাংলাদেশ ন্যাপ

প্রতিনিধির / ১৮২ বার
আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
গণতন্ত্রহীনতার শৃঙ্খলে আটকে গেছে দেশ: বাংলাদেশ ন্যাপ
গণতন্ত্রহীনতার শৃঙ্খলে আটকে গেছে দেশ: বাংলাদেশ ন্যাপ

যে গণতন্ত্রের জন্য শহীদ জেহাদ (নাজির উদ্দিন জেহাদ) নিজের জীবন উৎসর্গ করেছিলেন, দুর্নীতি আর লুটপাটতন্ত্র এবং আজ গণতন্ত্রহীনতার শৃঙ্খলে সেই গণতন্ত্র আটকে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (১০ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, ‘নীতিহীন-রুগ্ন ও দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের গ্রাস করছে। জনগণ এখন মওলানা ভাসানীর মতো বলিষ্ঠ আদর্শবাদী নেতৃত্বের গুরুত্ব তীব্রভাবে উপলব্ধি করছে। বাংলাদেশের মানুষের সার্বিক মুক্তির জন্য বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সাধন করতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। যে রাষ্ট্রের স্বপ্ন দেখতো শহীদ জেহাদ।’

ন্যাপের দুই নেতা আরো বলেন, ‘শহীদ নাজির উদ্দিন জেহাদ সামরিক শাসন বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তঝরা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ