গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের মোড়ের বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের মার্কেটে এই আগুন লাগার ঘটনা ঘটে।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের টিম প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে, আগুনে শাওন মেশিনারি, সততা মিলস অ্যান্ড মেশিনারি, আর এম ট্রেডাস, শামীম স্টোর, অহন মোটরসসহ বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।