ফিলিস্তিনের গাজায় তিন মাস আগেই বিমান হামলা চালিয়ে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের তিন জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নিহতের মধ্যে রয়েছেন হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা।
বার্তা সংস্থা এএফপি বলছে, নিহতের মধ্যে আরও রয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ নেতা সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওউদেহ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলছে, ‘হামাসের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একজন এই মুশতাহা। তার সিদ্ধান্তেই হামাস বেশিরভাগ কার্যক্রম পরিচালনা করে আসতো। তিনি হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডান হাত হিসেবে অধিক পরিচিত।’
এর আগে ২০১৫ সালে রাউহি মুশতাহাকে বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে অভিহিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত ৪১ হাজার ৭৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আর ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে ১ হাজার ২০৫ জন নিহতের তথ্য জানা যায়।