শিরোনাম:
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদন সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির / ২২৬ বার
আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদন সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদন সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাত করাসহ বিভিন্ন অপরাধে ইয়াম্মী ফুড অ্যান্ড বেভারেজ নামে প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৯ অক্টোবর) দুপুরে টঙ্গী বড় দেওড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জব্বার মণ্ডল বলেন, ইয়াম্মী ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অবৈধভাবে চিপস, জুসসহ ১১-১২ রকমের শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল। তবে তারা বিএসটিআইয়ের কোনো লাইসেন্স দেখাতে পারেনি।

নিজস্ব কোনো ল্যাবরেটরিও তাদের নেই। টেক্সটাইল কালার ব্যবহার ছাড়াও চরম অস্বাস্থ্যকর পরিবেশে ময়লা-আবর্জনার স্তূপের মাঝে শিশুখাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে এবং ওজনে কম দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার সকাল ৯টায় ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে লাইসেন্স উপস্থাপন এবং কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ