গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ির ৭৭টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরের মালিক নুরুল হক জানান, সেমিপাকা (টিনশেড) দিয়ে নির্মাণাধীন প্রথম পাঁচটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের ১৬টি, পরে তিনটি বাড়িতে ১৭টি করে এবং সবশেষ ১০টি ঘরে আগুন লাগে। আগুনে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া ঘরগুলোতে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়ায় বসবাস করে চাকরি করতো। আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।
মাওনা উত্তরপাড়া গ্রামের মেঘনা সাইকেল কারখানার শ্রমিক নিলুফা বেগম জানান, শিফটি ডিউটি করি। রাতে অফিস ছুটি হওয়ার পর এসে দেখি ঘরে আগুন জ্বলছে। শুধু চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। ফ্রিজ, টেলিভিশন ও ছোট-বড় বিভিন্ন ফার্নিচারসহ নগদ টাকা ঘরে ছিল। আগুনে ঘরে থাকা আসবাবপত্র ও কাপড়-চোপড়সহ সব মালামাল পুড়ে গেছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেনি।