গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাসের চাপায় অংকন বিশ্বাস (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার তাড়াশী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী অংকন বিশ্বাস কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী যাত্রীবাহী বাস কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ড পৌঁছালে পথচারী অঙ্কন বিশ্বাসকে চাপা দেয়। এতে অঙ্কন বিশ্বাস মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির কিছু সময় পর তিনি মারা যান।
তিনি আরও জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও বাসের চালকসহ অন্যদের আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।