রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরে দগ্ধ পাঁচজনের একজন মারা গেছেন

প্রতিনিধির / ১৯১ বার
আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরে দগ্ধ পাঁচজনের একজন মারা গেছেন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরে দগ্ধ পাঁচজনের একজন মারা গেছেন

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পাম্প স্টেশনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের গাছা বড়বাড়ী এলাকায় সিএনজি পাম্প থেকে কাভার্ড ভ্যানের সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের মধ্যে মিঠু নামের এক জন চিকাৎসাধীন অবস্থায় মারা গেছেন।গতকাল রাতে তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অন্য চার জন হলেন আনোয়ারুল ইসলাম, আল আমিন, সিরাজুল ইসলাম ও টুটুল।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভ দেবনাথ জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল । তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে মিঠুর শরীরের ১০০ ভাগ পুড়ে যাওয়ায় সে মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ