শিরোনাম:
সহায়তা চেয়ে এনবিআরকে বিজিবিএর ৫ প্রস্তাব বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ উচ্চহারে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে চিন্তিত জাতিসংঘের মহাসচিব ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ডোনাল্ড ট্রাম্প দুবাইয়ে সড়ক যানজট নিয়ন্ত্রণ ক্রমশ জটিল হয়ে উঠছে জামালপুরে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে শিক্ষক আটক পুঁজিবাজারে উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ নরসিংদীতে শীতলক্ষা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় বসুন্ধরায় আটক বরিশালে শিশু ধর্ষণ চেষ্টা গণপিটুনিতে এক অটোচালক নিহত
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

গ্র্যামি অ্যাওয়ার্ডসে একসঙ্গে চারটি পুরস্কার জিতলেন বিয়ন্সে নোলস

প্রতিনিধির / ২৬৫ বার
আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
গ্র্যামি অ্যাওয়ার্ডসে একসঙ্গে চারটি পুরস্কার জিতলেন বিয়ন্সে নোলস
গ্র্যামি অ্যাওয়ার্ডসে একসঙ্গে চারটি পুরস্কার জিতলেন বিয়ন্সে নোলস

এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে একসঙ্গে চারটি পুরস্কার জিতলেন বিয়ন্সে নোলস। এই শোয়ের সব থেকে ডেকরেটেড শিল্পী হিসেবে উঠে এলেন এই গায়িকা। ভেঙে ফেললেন গত ২৬ বছরের রেকর্ড। এর আগে সর্বোচ্চ গ্র্যামি পুরস্কার জয়ের খেতাব ছিল হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কন্ডাকটর জর্জ সল্টির কাছে।এই পুরস্কার পেয়ে গায়িকা বলেন, ‘আমি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমি এই রাতে এটি কেবল পাওয়ার চেষ্টা করছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে সুরক্ষিত রাখার জন্য।’

বিয়ন্সে এই পুরস্কার পাওয়ার পর তার স্বামী জে জেড উঠে দাঁড়িয়ে হাততালি দেন তার জন্য। গায়িকা তার বক্তব্যে তার বাবা মা, প্রয়াত কাকু, তার স্বামী এবং সন্তানদের ধন্যবাদ জানান।তার কথায়, ‘আমি আমার কাকু, জনিকে ধন্যবাদ জানাই, তিনি হয়তো সশরীরে আজ এখানে নেই, কিন্তু আমি জানি তাঁর আত্মা এখানেই আছে। আমি আমার মা বাবাকে ধন্যবাদ জানাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আমার স্বামী সন্তানদের অনেক ধন্যবাদ, যাঁরা বাড়ি বসেই এই অনুষ্ঠান দেখছেন।’

বিয়ন্সে মোট ৩২টি গ্র্যামি খেতাব জয় করলেন। কাফ ইট গানটির জন্য তিনি সেরা আর অ্যান্ড বি গানের পুরস্কার পান। বিয়ন্সের ২০২২ সালের অ্যালবাম রেনেসাঁ একাধিক বিভাগে মনোনীত হিয়েছিল। তার মধ্যে থেকে চারটি বিষয়ে তিনি পুরস্কার পান। এক রাতে চারটি পুরস্কার পাওয়ার পর তিনি মোট ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ডের অধিকারিণী হলেন। এরই মধ্যে তিনি পুরনো রেকর্ড ভেঙে ফেলেছেন। এখনও এই অনুষ্ঠান শেষ হয়নি। মনে করা হচ্ছে আরও কয়েক ঘণ্টার মধ্যে তিনি হয়তো নিজের রেকর্ড ভেঙে ফেলতে পারেন আরও পুরস্কার জিতে।

কোন কোন খেতাব পেলেন বিয়ন্সে? ব্রেক মাই সোল গানটির জন্য সেরা ডান্স এবং ইলেকট্রনিক রেকর্ডিং পুরস্কার পান, সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পুরস্কার পান প্লাস্টিক অব দ্য সোফা এবং সেরা আর অ্যান্ড বি গানের পুরস্কার পান কাফ ইটের জন্য। তাঁর এই জয়ের জন্য সঞ্চালক ট্রেভর নোয়া তাকে দ্য জিওএটির অ্যাখ্যা দেন।৫ ফেব্রুয়ারি এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের আগে পর্যন্ত বিয়ন্সের দখলে ছিল ২৪টি গ্র্যামি পুরস্কার। এবার একসঙ্গে চারটি পেয়ে মোট ৩২ গ্র্যামি পুরস্কারের অধিকারিণী হন তিনি। এর আগে সর্বোচ্চ গ্র্যামি পুরস্কার প্রাপকের রেকর্ড হয় করেছিলেন জর্জ সল্টি। তাঁর দখলে ৩১টি গ্র্যামি পুরস্কার আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ