চট্টগ্রামে আগুনে একটি ব্যাংকসহ ১০টি দোকান ভস্মীভূত
চট্টগ্রামের আনোয়ারায় মধ্যরাতে আগুনে একটি বেসরকারি ব্যাংকসহ ১০টি দোকান ভস্মীভূত হয়েছে।রোববার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের আমিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসের ৪ স্টেশনের ৫ ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আনোয়ারা, সিইউএফএলসহ ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।