চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বাংলাভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কন্ট্রোলরুম জানায়, বেলা ১১টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তবে কিভাবে আগুনোর সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।