চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি উচ্চ মানের পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশি কোম্পানি মেসার্স প্যাসিফিক এটায়ারস লিমিটেড। প্রতিষ্ঠানটি এতে ৩১ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ওই কারখানায় ৪ হাজার ৯৯৪ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্যাসিফিক এটায়ারস বছরে ১৮ দশমিক ৭২ মিলিয়ন পিস ফরমাল স্যুট, কোট, ড্রেস প্যান্ট, ক্যাজুয়্যাল ওয়্যার এবং ক্যাজুয়্যাল ওয়্যার উৎপাদন করবে।এ বিষয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে সংস্থাটির সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স প্যাসিফিক এটায়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন—বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম।প্যাসিফিক এটায়ারস লিমিটেড প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। চট্টগ্রাম ইপিজেডে এই গ্রুপের ৮টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় ৩১ হাজার শ্রমিক কাজ করছেন।